Daily News BD Online

গ্রামীণ ব্যাংক মানেজারের কান্ড! যৌতুক না পেয়ে স্ত্রীকে তালাক



আব্দুল জলিল , সাতক্ষীরা: 
সাতক্ষীরায় যৌতুকের ১৫ লাখ টাকা না পেয়ে গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ মানেজার স্ত্রীকে তালাক দিয়েছেন। সাতক্ষীরার কালিগঞ্জের আশিকুড়া গ্রামের মাহমুদুল হাসান এ ঘটনা ঘটিয়েছে৷ তিনি গ্রামীণ ব্যাংকের নড়াইল জেলার নলদী ব্রাঞ্চ মানেজার । 

জানাযায়, উপজেলার আমিয়ান গ্রামের নুর ইসলাম ২০২০ সালে তার মেয়েকে মাহমুদুল হাসানের সাথে বিয়ে দেয়। এ সময় চাকুরি বাবদ তাকে ৪ লাখ টাকা দেয়া হয়। মোটর সাইকেল বাবদ ব্যাংকের মাধ্যমে ২ লাখ টাকা এবং ২ লাখ টাকার বিভিন্ন আসবাবপত্র ও ফার্নিচার দেয়। 
গত ১৬ আগস্ট মাহমুদুল হাসান কোন কারণ ছাড়াই স্ত্রীকে নড়াইল থেকে বাপের বাড়ি কালিগঞ্জে রেখে যায়। এরপর  টাকা চাওয়া শুরু করে। যৌতুকের টাকা না পেয়ে মাহমুদুল হাসান তার স্ত্রীকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে জখম করে। এঘটনায় গৃহবধ মামলা  দায়ের করেছেন। 
পরে মাহমুদুল হাসান তার মামা (পুলিশ সদস্য) মাহমুদকে দিয়ে ১৫ লাখ টাকা দিয়ে মীমাংসা করার  প্রস্তাব দেন। টাকা না পেয়ে অবশেষে তালাকনামা পাঠিয়েদেন মাহমুদুল হাসান । 
এই বিষয়ে মাহমুদুল হাসান  তালাকনামা পাঠানোর কথা স্বীকার করেছেন। তবে আর কোন কথা বলতে রাজি হননি।
আব্দুল জলিল 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন