Daily News BD Online

সাতক্ষীরা নারী ও শিশু আদালতের সাবেক পিপি এড. জহুরুল হায়দার বাবু গ্রেপ্তার

 


সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার নারী ও শিশু আদালতের সাবেক পিপি, শ্যামনগর উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি জহুরুল হায়দার বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 খুলনার আমতলা পশ্চিম বানিয়া খামার এলাকায় জহুরুল হায়দার বাবুর নিজস্ব বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে যশোর কোতোয়ালী মডেল থানা পুলিশ।

জহুরুল হায়দার বাবু শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, 'শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের হাসান মিয়া নামে এক ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।'আটককৃত জহুরুল হায়দার বাবু সাতক্ষীরা ৪ আসনের সাবেক এমপি জগলুল হায়দারের ভাই।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন