Daily News BD Online

টাঙ্গাইল নাগরপুরের মাঠজুড়ে সর্ষে ফুলের মোহনীয় সৌন্দর্য

 

ছবিটি আজ সোমবার (৯ ডিসেম্বর) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম থেকে তোলা। ছবি : অর্বনা অর্পা

মো. সাইদুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) থেকে ফিরে :

 প্রকৃতিজুড়ে এখম শীতের হাওয়া। হেমন্তের ফসল আমন ধান ঘরে ওঠার সঙ্গে সঙ্গে ক্ষেতে সরিষা বোনা শুরু হয়। সরিষার সবুজ গাছের হলুদ ফুল এখন শীতের সোনাঝরা রোদে ঝিকমিকিয়ে উঠছে। দেশের প্রতিটি কোণেই এমন চোখ জুড়ানো হলুদ এখন। দিগন্ত বিস্তৃত হলুদের মেলা প্রকৃতিকে সাজিয়েছে অপরূপ সাজে।

ভোরের সূর্য সরিষা ফুলের জমিতে পড়ার সাথে সাথে চকচক করছে হলুদ রং। প্রকৃতি সেজেছে অপরুপ সাজে। প্রজাপতির দল ছুটে বেড়াচ্ছে ফুলে ফুলে। মৌমাছির ভনভনানিতে মুখরিত সরিষার বিস্তৃত মাঠ। সরিষার ভালো ফলনে কৃষকদের মুখেও সোনা রাঙা হাসি।

টাঙ্গাইল নাগরপুর উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জের ফসলের মাঠে-মাঠে এখন সরিষা ফুলের সমারোহ। এছাড়াও জেলার বিভিন্ন অঞ্চল সহ সবকটি উপজেলায় সরিষার ব্যাপক আবাদ হয়েছে। ফলনও আশানুরূপ হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গয়হাটা, সলিমাবাদ, সহবতপুর সহ আরো কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে জমির চারদিকে হলুদ গাঁলিচা বিছিয়ে যেন অপরূপ সাজে সজ্জিত হয়েছে গ্রামের প্রকৃতি। প্রাকৃতিক অপরূপ এমন দৃশ্য দেখতে বাড়ছে প্রকৃতি প্রেমীদের আনাগোনা। ‘ফাও’ ফসল হিসাবে খ্যাত এ ফসলের বাম্পার ফলনের হাতছানিতে খুশি কৃষকরাও। কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা গেছে, অল্প সময়ে চাষ করে ভালো দাম পাওয়ার আশায় অনেক কৃষক সরিষা আবাদের দিকে ঝুঁকছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন