Daily News BD Online

শ্রীমঙ্গলে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়ারী আটক





শেখ মোঃ আরিফুল ইসলাম, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ০৩ জুয়ারী আটক করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, এক গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানাধীন ০৭নং রাজঘাট ইউপির অন্তর্গত খেজুরিছড়া বাগানস্থ ফ্যাক্টরী লাইনের গন্ডিপাড়াধীন জিতেন বুনার্জী এর বসত বাড়ীর উঠানে অভিযান পরিচালনা করিয়া জুয়া খেলারত অবস্থায় আসামী ১। আকাশ বুনার্জি (২১), পিতা-মৃত নিমাই বুনার্জি, ২। সঞ্জয় বুনার্জি (২৭), পিতা-গদাধর বুনার্জি, ৩। রূপক দাস (২১), পিতা-নেপাল দাস, সর্বসাং-খেজুরিছড়া চা বাগান, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদের গ্রেফতার করা হয়েছে। আর তখন জুয়া খেলার আসর হতে ডিজিটাল ঝান্ডিমুন্ডি বোর্ড ০১টি, ঝান্ডিমুন্ডি গুটি ০৬টি, একটি প্লাস্টিকের চটের বস্তার মাদুর ও নগদ ৮৪০/-(আটশত চল্লিশ) টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে। আর গ্রেফতারকৃত আসামীগন পেশাদার জুয়ারি। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন