Daily News BD Online

টাঙ্গাইলে ২ বছরের সন্তানকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

 

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে দুই বছরের শিশুসন্তানকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে মা হীরা বেগমের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে বাসাইল মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু মোহাম্মদ আলী ওই গ্রামের ইব্রাহিমের ছেলে।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদে নিজ সন্তানকে হত্যার কথা স্বীকার করেছে হীরা বেগম। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানায়, বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়া গ্রামের ইব্রাহিমের দুই বছরের শিশু ছেলে মোহাম্মদ আলীকে বৃহস্পতিবার রাত ৩টার পর ঘরে পাওয়া যাচ্ছিল না। খবর শুনে আশপাশের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। পরে আজ ভোরে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এদিকে স্থানীয়দের কাছে শিশুটির মায়ের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদে পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করে জানায়, রাগের বশে শিশুটিকে রাত ৩টার দিকে পানিতে ফেলে দেন তিনি। এ সময় তার হিতাহিত কোনো জ্ঞান ছিল না। কীভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারেননি বলেও জানান তিনি।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে থানায় আনা হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন