ঢাকা: চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর চার মাসে রাজস্ব আদায় হয়েছে এক লাখ এক হাজার ২৮১ কোটি ৫৩ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে এক হাজার ৫৫ কোটি টাকা কম।
আগের বছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল এক লাখ দুই হাজার ৩৩৬ কোটি ৪৫ লাভ টাকা।
রাজস্ব কমার হার ১ শতাংশ। এসব তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের। জুলাই-অক্টোবর চার মাসে আমদানি শুল্ক থেকে রাজস্ব আদায় হয়েছে ৩২ হাজার ৬৭১ কোটি ১৪ লাখ টাকা। মূল্য সংযাজন কর (ভ্যাট) বাবদ আদায় হয়েছে ৩৬ হাজার ৭২৯ কোটি ৯৬ লাখ টাকা। আয়কর থেকে এসেছে ৩১ হাজার ৮৮০ কোটি ৪৩ লাখ টাকা।
চলতি বছরের প্রথম চার মাসে আমদানি থেকে আদায় ইতিবাচক ধারায় আছে। আর সব চেয়ে বেশি কমেছে মূল্য সংযোজন কর বাবদ আদায়।
আগের বছর ২০২৩-২৪ সালের এ সময়ে আমদানি শুল্ক আদায় হয়েছিল ৩২ হাজার ৪০০ কোটি ৮৫ লাখ টাকা। এবার এ চার মাসে শুল্ক আদায় শূন্য দশমিক ৮৩ শতাংশ বেড়েছে।
আগের বছর ভ্যাট আদায় হয়েছিল ৩৮ হাজার ৬১২ কোটি ৪৫ লাখ টাকা, যা এবার প্রায় ৫ শতাংশ কমেছে।
Tags
কর্পোরেট সংবাদ