মোঃমাইনুল সিকদারঃ ''জ্ঞান-বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়''এই স্লোগানকে সামনে নিয়ে গাজীপুর জেলায় কালিয়াকৈর উপজেলায় উদ্বোধন করা হলো ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,বিজ্ঞান মেলা।
মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরে এ বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহম্মেদ, সকালে মেলা প্রাঙ্গণের মঞ্চে এসে স্বাগত বক্তব্য দিয়ে এ মেলার উদ্বোধনী ঘোষণা করেন।এসময় আরো উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)দিল আফরোজ, কালিয়াকৈর উপজেলা প্রকৌশলী মোঃআব্দুল বাছেদ,কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান,কালিয়াকৈর উপ সহকারী প্রকৌশলী মোঃরফিকুল ইসলাম, কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এ বিজ্ঞান মেলায় উপজেলার প্রায় সব ক টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানমনস্ক উদ্ভাবনী ও বৈজ্ঞানিক চিন্তা শৈলী নিয়ে আবিষ্কৃত বিভিন্ন বিষয়বস্তু স্টলে প্রদর্শন করেন।
Tags
কালিয়াকৈর