আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: চলমান বছরে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় নওগাঁর সাপাহার হতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চান্স পেলো রুকাইয়াতুল জান্নাত। রুকাইয়াতুল জান্নাত উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুুবুল আলমের মেয়ে বলে জানা গেছে।
মাহবুবুল আলম ও আমিনা সওদাগরের ২য় কণ্যা রুকাইয়াতুল জান্নাত। রুকাইয়াতুলের পিতা আল হেলাল ইসলামি একাডেমি এন্ড কলেজের অধ্যাক্ষ এবং মা একই স্কুলের প্রাথমিক শাখার সহকারী শিক্ষকা।
রুকাইয়াতুল জান্নাত সাপাহার আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজে থেকে প্লে শ্রেণী থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেয়। প্রতিটি শ্রেণী এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে। পরে ঢাকা সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি পরীক্ষা দেয় এবং উত্তীর্ণ হয়। উল্লেখ্য যে, তার বড়ো বোন একই মেডিক্যাল কলেজ হাসপাতালে গত বছর চান্স পেয়েছে।
রুকাইয়াতুল জান্নাত মেডিক্যাল কলেজ হাসপাতালে চান্স পাওয়ায় সে তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা সহ সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। ডাক্তার হবার পর মানুষের সেবা করাটাই তার মূখ্য উদ্দেশ্য বলে জানিয়েছে মেধাবী ছাত্রী রুকাইয়াতুল জান্নাত। সে সকলের দোয়া কামনা করেছে।
Tags
নওগাঁ