Daily News BD Online

নিকলীতে ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত



মোঃ হাবিব মিয়া, কিশোরগঞ্জ : 

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে নিকলীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ক্রিকেট (Sixers)/ফুটবল, ব্যাডমিন্টন, এথলেটিক্স (দৌড়, হাই জাম্প, লং জাম্প, গোলক ও চাকতি নিক্ষেপ ইত্যাদি) ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) বিকাল ৩টায় নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজনে নিকলী উপজেলা প্রশাসন বাস্তবায়নে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল হক রাকিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ রুস্তম আলী

,উপজেলা একাডেমী সুপারভাইজার আরাধন কুমার দেব, ইউ ডি এফ দূর্গা রানী সাহা, নিকলী জি.সি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুল রশিদ,সরকারি  বিভিন্ন দপ্তরের প্রধান গন  ও উপজেলা বিভিন্ন স্কুলের ছাত্ররা এবং সাংবাদিকবৃন্দ প্রমুখ।


উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার বক্তব্যে বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা এ পৃথিবী বদলে দিবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। পাশাপাশি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন