নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. কুদরত আলী (৫৪) গ্রেফতার। শনিবার বিকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশ। সে উপজেলার বাবনাপাড়া গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৪ ইং তারিখ সকালে নাগরপুর বাজারে শান্তি পূর্ণ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী পালন কালে একটি সন্ত্রাসী দল বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালায়। উক্ত হামলার ঘটনায় দপ্তিয়র ইউনিয়নের ছাত্র মো. তাইজুল ইসলাম নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেন। নাগরপুর থানার মামলা নং ০২।
নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় নাগরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. কুদরত আলী (৫৪) মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
নাগরপুরে আ.লীগের সা.সম্পাদক কুদরত আলী গ্রেফতার
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. কুদরত আলী (৫৪) গ্রেফতার। শনিবার বিকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশ। সে উপজেলার বাবনাপাড়া গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৪ ইং তারিখ সকালে নাগরপুর বাজারে শান্তি পূর্ণ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী পালন কালে একটি সন্ত্রাসী দল বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালায়। উক্ত হামলার ঘটনায় দপ্তিয়র ইউনিয়নের ছাত্র মো. তাইজুল ইসলাম নাগরপুর থানায় একটি মামলা দায়ের করেন। নাগরপুর থানার মামলা নং ০২।
নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় নাগরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. কুদরত আলী (৫৪) মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।