প্রতিবারের ন্যায় এবারও সিলেটে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। মাঘ মাসের প্রথম দিনে সিলেটের বিশ্বনাথ উপজেলায় পলো বাওয়া উৎসব করা হয়। বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরী গ্রামের বড় বিলে মাছ ধরার জন্য শতাধিক মানুষ পলো, ঠেলা জালসহ বিভিন্ন ধরনের মাছ ধরার যন্ত্র নিয়ে বিলের পাড়ে সমবেত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াহরী বিলে রুই, কাতলা, বোয়াল, কার্প, গজার, শোল, মৃগেল, গ্রাসকার্প বিভিন্ন প্রজাতির ছোটবড় মাছ ধরে হাসিমুখে বাড়ি ফেরে লোকজন। এই পলো বাওয়া উপভোগ করতে এলাকার শিশু থেকে শুরু করে বৃদ্ধ নারী-পুরুষ সকলেই সমবেত হন।
বালাগঞ্জ উপজেলার যুক্তরাজ্য প্রবাসী তোফায়েল আহমদ সুমন ঢাকা পোস্টকে বলেন, আমি প্রায় তিন বছর পর দেশে এসেছি। দৌলতপুর এলাকায় আমার বন্ধুর বাড়ি। তার দাওয়াতে এখানে আগেও এসেছি। এবারও আসলাম। এইখানে অনেক আনন্দের সঙ্গে আমরা মাছ ধরি। এটি এই জায়গার ঐতিহ্য।
স্থানীয় বাসিন্দা জাবেদ হাসান বলেন, আমি নিজে ও আমার ভাইয়েরা অনেকগুলো মাছ পেয়েছি এই বিলে। বাড়িতে অনেক মেহমানকে দাওয়াত করেছি। তাদেরকে নিয়ে রাতে মাছগুলো রান্না করে খাওয়া হবে। এদিন আমাদের জন্য অনেক আনন্দের। আমরা আমাদের এলাকায় এই পলো বাওয়া উৎসব ধরে রাখতে চাই।
আয়োজক কমিটির সদস্য ইকবাল হোসেন বলেন, পলো বাওয়া উৎসব আমাদের গ্রামের একটি ঐতিহ্য। আমাদের গ্রামের মানুষেরা যুগ যুগ ধরে এই উৎসবে শামিল হচ্ছেন। শুধু গ্রামের মানুষেরা নয়, অনেক দূর-দূরান্ত থেকে এখানে মানুষজন আসেন। আমরা অনেক আনন্দের সঙ্গে এই দিনটি পালন করে থাকি।