ভোলা প্রতিনিধি ঃ
বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ভোলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯জানুয়ারি) সন্ধ্যার পরে ভোলা শহরের মহাজনপট্টিস্থ জেলা কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোলা জেলা শাখা এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক হুমায়ুন কবির সোপানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন-জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম।
এসময় প্রধান অতিথি বক্তব্যে রাইসুল আলম বলেন, শহিদ জিয়াউর রহমানের জন্মের মাধ্যমে বাঙ্গালি জাতি এক সূর্য সন্তানকে পায়। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার শাসন আমলে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে নতুন ও সম্ভাবনাময় দেশ গড়ে তুলে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন দেখান। স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। আওয়ামী লীগের দুঃশাসন থেকে দেশ মুক্তি পেয়েছে। কিন্তু মানুষের ভোটের অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান সরকার দ্রæত ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে বোটের ব্যবস্থা করবেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক এনামুল হক, বশির হাওলাদার, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন,সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরী, জাকির হোসেন মনির, দপ্তর সম্পাদক হারুন অর রশীদ সুমন, জিয়া পরিষদের সদস্য মিজানুর রহমান,জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্ট, জেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরিফ, পৌর ছাত্রদলের আহŸায়ক জাকারিয়া মঞ্জু, জিয়া মঞ্চের জেলা শাখার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে জেলা বিএনপির নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত ও খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্য জীবন কামনা করেন দোয়া মোনাজাত করেন। মুনাজাত পরিচালনা করেন বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নূরে আলম।