মোঃ হাবিব মিয়া, হাওরাঞ্চল কিশোরগঞ্জ প্রতিনিধি
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে নিকলীতে
তারুণ্যের উৎসব ২০২৫ “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৫ জানুয়ারি) সকাল ১১ টায় নিকলী জি.সি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে নিকলী উপজেলা প্রশাসন আয়োজনে
"শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউডিএফ দুর্গা রানী সাহা।
এ সময়ে উপস্থিত ছিলেন নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন,
উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার আবু হানিফ,মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোহাগ মিয়া,উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, উপজেলা যুব উন্নয়ন অফিসার সেলিম রেজা, একাডেমি সুপারভাইজার আরাধন কুমার দেব,সহকারী প্রোগ্রামারএফ এম নূর-উজ-জামান,
নিকলী জি.সি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুল রশিদ, নিকলী সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাধারণ সম্পাদক আল মামুন, দেলোয়ার হোসেন দুলাল, নিকলী উপজেলার জিসাস আহ্বায়ক মোঃ মিয়া হোসেন ও সদস্য রমন বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা শাখার আমির মোঃ শেখ সাদী,সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান গন ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা এ পৃথিবী বদলে দিবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। পাশাপাশি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয় কর্মশালা থেকে।
এ কর্মশালায় উপজেলার মোট ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে।
কর্মশালায় শিক্ষার্থী, শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Tags
কিশোরগঞ্জ