পীরগঞ্জে ছিনতাই মামলা করায় বাদীকে হত্যার হুমকি!



আনোয়ার হোসেন রংপুর জেলা প্রতিনিধি 

রংপুরের পীরগঞ্জে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে ছিনতাইয়ের মামলা হয়েছে। ওই মামলায় একজন আসামী গ্রেফতারও হয়েছে। উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজমপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বাদী এবং আসামীদের পরিবার মুখোমুখি অবস্থানে রয়েছে। মামলা সুত্রে জানা গেছে, উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজমপুর গ্রামে ঝর্ণা বেগমের এক মাস বয়সী ছাগলের বাচ্চা গত শনিবার বিকেলে প্রতিবেশী মোত্তালিব গাছুর জমিতে রোপন করা নেপিয়ার ঘাস খেতে গেলে উভয়পক্ষে বাকবিতন্ডা বাঁধে। ওইদিন রাত ৮ টার দিকে ঝর্ণা বেগমের বড় ছেলে আশিকুজ্জামান (২৪) ৩০ হাজার ৫’শ টাকা বিকাশে পাঠানোর বাড়ী থেকে বের হন। বিকেলে ছাগলের ঘাস খাওয়াকে ঘটনাকে কেন্দ্র করে মোত্তালিব গাচুর ছেলে মাহমুদুল হাসান জাস্টিজ (২৭), মাহবুব মিয়ার ছেলে আবু সুফিয়ান শিমুল (২০) এবং মৃতঃ কলু গাছুর ছেলে মোত্তালিব গাছু (৫৮) সহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে অতর্কিত ভাবে হামলা এবং মারপিট করে আশিকুজ্জামানের কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নেয়। এ সময় তার আত্মচিৎকারে তার মা ঝর্ণা বেগম এবং ছোট ভাই নাহিদ খন্দকার এগিয়ে আসলে তাদেরকেও বেদম পিটিয়ে ফেলে-রেখে আসামীরা চলে যায়। ওই ঘটনায় গত ১৭ জানুয়ারী ঝর্ণা বেগম বাদী হয়ে উল্লেখিত ৩ জনকে এজাহারনামীয়সহ ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা করেন। মামলায় ২নং আসামী আবু সুফিয়ান শিমুল গ্রেফতার হলে আসামীরা আরও ক্ষিপ্ত হয়ে উঠে। তারা যেকোনো সময় বাদীর পরিবারের ক্ষতি সাধন করতে পারে বলে বাদী ঝর্ণা বেগম জানান। ভুক্তভোগী ঝর্ণা বেগম জানান, মাহবুব ও তার পরিবার জামায়াতের নেতা হওয়ায় তার বিরুদ্ধে মামলা করায়, মামলা তুলে না নিলে আমাকে ও পরিবারকে হত্যা করবে বলে হুমকি ধামকি দিয়ে আসছেন। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএ ফারুক জানান,  ১ জনকে গ্রেফতার করে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন