কালিয়াকৈরে কলেজ শিক্ষার্থীর উপর দুর্বৃত্তের হামলায় আহত- ১




মোঃমাইনুল সিকদারঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বঙ্গবন্ধু সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী দুর্বৃত্তের  হামলায় আহতের ঘটনা ঘটেছে। 
আহত হলেন, উপজেলার বড়ইছুটি এলাকার আব্দুল জলিলের ছেলে সাজ্জাদ হোসেন (২২)। 
আহত শিক্ষার্থী ও  অভিযোগ সূএে জানা যায় , বঙ্গবন্ধু সরকারি কলেজের  দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী  সাজ্জাদ হোসেন  দুর্বৃত্তের হামলায় আহত হয়েছে।গত সোমবার  ইংরেজি ২য় পএ পরিক্ষা।পরীক্ষার সময় দুপুর ২ টায়।  বাড়ি থেকে গাড়ি যোগে রওনা দিয়ে ১:৩০ মিনিটে  চন্দ্রা সুর্বণ জামে মসজিদ এর সামনে এসে পৌঁছায়। ওখান হেঁটে কলেজে আসার সময় চন্দ্রা বঙ্গবন্ধু সরকারি কলেজের ১ নং গেইটের সামনে ফুট ওভার ব্রিজের নিচে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের লোকাল লাইনে পৌঁছালে পিছন থেকে দুইটি মোটর সাইকেল যোগে হেলমেট পরিহিত ৫/৬ জন দুর্বৃত্তরা এসে লোহার রড দিয়ে সাজ্জাদ হোসেনের পায়ে বারি মারে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে কোপ মারিলে বাম হাতের  কব্জির উপরে কুনুইয়ের নিচে লেগে গুরুতরভাবে জখম হলে তার ডাক চিৎকার আশে পাশের লোকজন চলে আসলে দুর্বৃত্তরা মোটরসাইকেল যুগে চলে যায়। রক্তাক্ত অবস্থায়  তাকে উদ্ধার করে সহপাঠী ও আশে পাশের লোকজন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।বর্তমানে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহত শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। এ বিষয়ে কালিয়াকৈর থানায় একটি  অভিযোগ দায়ের করেন। 
কালিয়াকৈর থানার (ওসি)  রিয়াদ মাহমুদ জানান,  এ বিষয়ে  একটি অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে আইন গত  ব্যবস্থা গ্রহন করা হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন