Daily News BD Online

বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের মাঝে শীত বস্ত্র কম্বল ও পুরস্কার বিতরণ




মোঃ হাবিব মিয়া, হাওরাঞ্চল (কিশোরগঞ্জ)

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই"এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে
বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের মাঝে শীত বস্ত্র কম্বল ও
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০জানুয়ারি) সকাল ১১ টায়
নিকলী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম সৌরভ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, ইউ ডি এফ দূর্গা রানী সাহা,নিকলী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক  বিউটি আক্তার,নিকলী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ আলী, ,নিকলী বুদ্ধিপ্রতিবন্ধী সংস্থা সভাপতি মোঃ জামাল উদ্দিন,
নিকলী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সম্পাদক ও প্রযোজক জসিম উদ্দিন, এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মাসুদ নকীব,শিরিন আক্তার, রিমা আক্তার, জাহানারা অনিমা, ফরিদা আক্তার, মনিরা আক্তার, আবু বক্কর, কনিকা, বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ও অভিভাবক সাংবাদিক বৃন্দ প্রমুখ।

এ সময়ে বক্তারা বলেন,প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের এক অবিচ্ছেদ্য অংশ তাদের প্রতিভা ও সম্ভাবনা সীমাহীন। প্রয়োজন শুধু তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা যেখানে তারা তাদের মেধা মনন ও সৃজনশীলতাকে তুলে ধরতে পারে। নিকলী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। এই বিদ্যালয় শুধু শিক্ষাদানের জন্য নয় বরং মানবিক সমাজ গঠনের জন্য এক আলো জ্বালিয়েছে।
আমরা যেন মনে রাখি প্রতিবন্ধকতা জীবনের একটি অংশ হতে পারে। কিন্তু তা কখনোই জীবনের সম্পূর্ণ অর্থ নির্ধারণ করে না একেকটি শিশু একেকটি গল্প একেকটি স্বপ্ন। এই স্বপ্নগুলো পূরণ করার দায়িত্ব আমাদের সবার।
আমাদের সমাজে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টা ও মানবিকতার শক্তি দিয়ে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সুন্দর এবং সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে পারব। আমরা সবাই মিলে একটি প্রতিজ্ঞা করি—আমাদের মন ও মানসিকতার দরজা খোলা রাখব, যেন কেউ পিছিয়ে না থাকে।
আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি—যেখানে একে অপরের পাশে থাকার অঙ্গীকারই আমাদের সবচেয়ে বড় শক্তি।
পরে নিকলী বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের মাঝে
 শীত বস্ত্র কম্বল ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
 করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন