মোঃ নুর নবী জনিঃ-পাষণ্ড পিতা-মাতার কোলে ঠাঁই হলো না অবুঝ একদিনে নবজাতক কন্যা শিশুর, কান্নার শব্দে উদ্ধার করা হলো পরিত্যক্ত ময়লার ভাগাড় থেকে।
ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার জালাল টাওয়ারের পেছনে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শিশুটির কান্নার শব্দ শুনে স্থানীয় বাজারের লোকজন ময়লার ভাগারের সামনে ছুটে যায়। তারা দেখতে পায় নবজাতক শিশুটি ময়লার স্তূপের মধ্যে পড়ে আছে এবং আশপাশে পোকামাকড় ঘুরছে।
পরে শিশুটিকে দ্রুত উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ নবজাতকের সুস্থতার কথা বিবেচনা করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়,বর্তমানে শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার রতন বৈরাগী জানান, নবজাতকের পরিচয় শনাক্ত এবং তাকে ফেলে যাওয়ার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।