Daily News BD Online

কালিয়াকৈরে পূর্ব শত্রুতার জেরে দরজায় মলমুত্র নিক্ষেপ

 


কালিয়াকৈর(গাজীপুর)থেকে মোঃমাইনুল সিকদারঃ কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক গণস্বাস্থ্য নামক এলাকায় পূর্ব শত্রু তার জেরে বসত ঘরের দরজার সামনে মলমূত্র নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। সরে জমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেলিনা বেগম প্রায় দশ বছর যাবত ওই এলাকার আব্দুল কাদেরের টিনের বেড়া টিনের চালা বিশিষ্ট বাড়ি ভাড়া নিয়ে তার স্বামীকে নিয়ে বসবাস করে আসছেন।ভুক্তভোগী সেলিনা বেগমের স্বামী পেশায় একজন গাড়ি চালক।যে কারণে বেশিরভাগ সময় তাকে রাত্রে গাড়ি চালানোর কাজে বাইরে থাকতে হয়। ভুক্তভোগী সেলিনা বেগম অভিযোগ করে বলেন,বিগত দুই বৎসর পূর্বেও প্রতিবেশী শাহ আলম মুন্সি এবং তার স্ত্রী ও ছেলে সন্তান মিলে আমাকে দুধের সাথে বিষ মিশিয়ে আমাকে হত্যা চেষ্টা করে।আমি সেই বিষ মিশানো দুধ পান করার পর অসুস্থ হয়ে পড়লে গাজীপুর সদর হাসপাতালে প্রায় সপ্তাহ খানেক চিকিৎসা গ্রহণ করি। গত ডিসেম্বর মাসের শেষের দিকে অভিযুক্ত শাহ আলম মুন্সি এবং আরো কয়েকজন মিলে আমাকে চোখ মুখ হাত বেঁধে গভীর রাতে বেদম প্রহার করে বাড়ির পাশে রাস্তায় ফেলে রাখে।পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় সেখানেও আমি দীর্ঘদিন চিকিৎসা গ্রহণ করি। ওই বিষয়ে আমি কালিয়াকৈর থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত শাহ আলম মুন্সি গ্রেপ্তার হন পরে তিনি জামিনে বেরিয়ে এসে আমার সাথে ফের বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা পোষণ করে আসছে।
 এরই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার দিবাগত রাতে আমার ঘরের দরজার চৌকাঠের সামনে মলমূত্র এনে রেখে যাএয় বলে ধারনা করছি। মামলার বিষয়ে কালিয়াকৈর থানার এস আই সাইদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভুক্তভোগী সেলিনা বাদী হয়ে উল্লেখিত আসামিদের নামে মামলা করেছেন,মামলায় উল্লেখিত আসামিদের আইনের আওতায় আনা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন