Daily News BD Online

প্লে অফে যেতে যে পরিকল্পনা খুলনার



 গতকাল সিলেট স্ট্রাইকার্সকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে খুলনা টাইগার্স। যেখানে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। বল হাতে এক উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ফিফটি করেছেন। অধিনায়কের অলরাউন্ড পারফরম্যান্সে আসরে চতুর্থ জয় পেল টাইগার্সরা।

আসরের নিজেদের চতুর্থ জয়ের পর সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, 'আমাদের দলে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। টিম কম্বিনেশনের জন্য বিভিন্ন পজিশনে খেলতে হচ্ছে। দুটি ম্যাচে ওপেন করেছি। দলে অনেক ব্যাটার ও অলরাউন্ডার আছে। এখনও টিম সেট করতে পারিনি কাকে কোন জায়গায় খেলাব। এখন থেকে আশা করি সেট করতে পারব।'


'ইমরুল ভাই বসে আছে, সুযোগ পেয়েছিল আরও সুযোগ পেলে ভালো করতে পারে। অনেক বিদেশিরা বসে আছে। অলরাউন্ডার অনেকেই আছে খেলাতে পারছি না। ভালো ভালো খেলোয়াড়রা বসে আছে। আফিফের মতো খেলোয়াড়কে ড্রপ করেছে। রনি ভালো খেলছিল তাও বসতে হয়েছিল। নাসুমও খেলেনি। টিম কম্বিনেশনের কারণে এমন হয়। এজন্য সেট করতে দেরি হচ্ছে।'-যোগ করেন মিরাজ।

সিলেট স্ট্রাইকার্সকে হারানো নিয়ে মিরাজ বলেন, 'আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখানে দুটি ম্যাচ জিতেছি, দলের জন্য খুব দরকার ছিল। প্রথম দুই ম্যাচ জেতার পর আমরা টানা ৪ ম্যাচ হেরেছি। কাছে গিয়ে যে দুটো ম্যাচ হেরেছি সেই দুটি ম্যাচ জেতা উচিৎ ছিল। বিশেষ করে সিলেট ও রংপুরের সাথে। এই দুটি ম্যাচ আমাদের পেছনে ফেলে দিয়েছে।'


সিলেটকে হারিয়ে শীর্ষ চারে জায়গা ফিরে পাওয়ার পর প্লে-অফের স্বপ্ন দৃঢ় হয়েছে দলটির। অধিনায়ক জানান, 'তারপরও শীর্ষ চারে আছি। যেহেতু তিনটা ম্যাচ আছে, এর মধ্যে দুটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। এই দুটি ম্যাচ জিতলে কোয়ালিফাই করা সহজ হয়ে যাবে।'


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন