Daily News BD Online

নিকলীতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত



মোঃ হাবিব মিয়া, হাওরাঞ্চল (কিশোরগঞ্জ)


কিশোরগঞ্জের নিকলী উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৩১জানুয়ারী) সকাল ৯ টায় নিকলী ঐতিহাসিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গনে নিকলী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিকলী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মোঃ আবুল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিকলী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ রফিকুল ইসলাম। 

এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক‌ ড. সামিউল হক ফারুকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলার আমীর অধ্যাপক 

মোঃ রমজান আলী,কিশোরগঞ্জ জেলা 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি

মাওলানা নাজমুল ইসলাম, সহকারি সেক্রেটারি শামসুল আলম সেলিম, সহকারি সেক্রেটারি অধ্যাপক কাজী মোঃ সাইফুল্লাহ,আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. মোঃ মুসলেহ উদ্দিন সুমন,কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি

খালেদ হাসান জুম্মন,কিশোরগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি হাসান আল মামুন, আবু তাহের,নিকলী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল নেতৃবৃন্দ প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্য বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য এত বেশি ছাত্র-জনতা হত্যা করেছে, যা পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি। নব্বই বছরের বৃদ্ধ রাস্তায় আসেনি, বৃদ্ধদের ঘরে ঢুকে হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে এত জঘন্যতম, নির্মমতা ও পৈশাচিকতা প্রদর্শন করেছে আওয়ামী লীগ। অথচ আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে তাদের শাসনামলের সবচেয়ে নির্যাতিত-মজলুম দল বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো প্রতিশোধ নেয়নি। কারণ জামায়াত এভাবে প্রতিশোধ গ্রহণ করবে না। আমরা এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমেই প্রতিশোধ নেব। আমরা জানমাল দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে পরকালের মুক্তি নিশ্চিত করতে চাই। সংবিধান পরিবর্তন করতে হবে, কারন ইসলামের কোন কথা নেই।


জামায়াত সূত্র জানায়, বিগত ১৭ বছর আওয়ামী লীগের গুম-হত্যা ও নির্যাতনের কারণে নিকলী উপজেলা  প্রকাশ্য কোনো সভা-সমাবেশ করতে পারেনি। এ সময়ে গোপনেই সংগঠনের কাজ এগিয়ে নিতে হয়েছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর দেশে এখন একটা স্থিতিশীল নিরাপদ পরিবেশ বিরাজ করছে। এতে ১৭ বছর পর নিকলী উপজেলা জামায়াতের প্রকাশ্যে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন