Daily News BD Online

নড়াইল কালেক্টরেট স্কুলে দু'দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত



ফরহাদ খান, নড়াইল

নড়াইল কালেক্টরেট স্কুলে দু'দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সমাপনী দিনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বিদ্যালয়ের সভাপতি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এছাড়া উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজির আলী, শিক্ষক ফিরোজ মিনা, নূর আলম, নারগিস নাহার লোপা, শারমিন সুলতানা, অন্তরা বৈরাগী, কেয়া খাতুন, ফারজানা রহমানসহ অনেকে।

প্রায় ৫০০ শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়া যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় শিশু শিক্ষার্থীরা আনন্দ উৎসবে মেতে উঠে। #

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন