মোঃ হাবিব মিয়া
আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাড়াই "একটু উষ্ণতায় বদলে যেতে পারে কারও জীবন"এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে নিকলীতে মোহরকোনা নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে হতদরিদ্র সুবিধাবঞ্চিত অসহায় শীতার্তদ মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারী ) সন্ধ্যার দিকে নিকলী
মোহরকোনা নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে নিকলী উপজেলা
৫৫ টি অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।
মোহরকোনা নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠন এর সিনিয়র সদস্য মাহমদুল হাসান এর সাথে কথা বলে জানা যায় যে, ২০১৮ সাল থেকে মোহরকোনা নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠন এর পথচলা
গরিব - অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজের উন্নয়নে অবদান রাখা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন এর মধ্যে দিয়ে মোহরকোনা নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠন এর এগিয়ে চলা ।
প্রতি বছরের ন্যায় এইবার ও মোহরকোনা নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠন এর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কর্মসূচি পালন এর মধ্যে দিয়ে তারা ২০২৫ সালে নতুন বছরের প্রথম দিন শেষ করেন। মোহরকোনা নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠন এর সদস্যবৃন্দ রাতের আধারে প্রকৃত দরিদ্র মানুষের কাছে ১ম ধাপে কম্বল পৌঁছিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ সংগঠনের সকল সদস্য অক্লান্ত পরিশ্রমে ১ম ধাপে শীত বস্ত্র বিতরন কর্মসূচী শেষ হয় ।
যাদের উপস্থিতি তে কম্বল বিতরণ কর্মসূচি কার্যক্রম এর সৌন্দর্য বাড়িয়েছে, মো: সিবগাতুল্লাহ আল জাবির, মিজানুর রহমান,মো: জুনাইদ হোসেন, মনির হোসেন ইমরান, রিয়াজুল, সোহরাব, তারেক, আবু বাক্কার , ফারুক, ফারজুল।
আমাদের সংগঠনের সিনিয়র উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী মো: ইসলাম উদ্দিন , তাছাড়া খায়রুল ইসলাম ও সৌদি প্রবাসী মো: সোহেল ভাই উনাদের সার্বিক সহযোগিতায় আমরা মুগ্ধ ।
ইনশাআল্লাহ খুব দ্রুত ২য় ও ৩য় ধাপে কম্বল পৌছে যাবে প্রকৃত গরীব - অসহায় মানুষের দুয়ারে ইনশাআল্লাহ।
Tags
কিশোরগঞ্জ