স্টাফ রিপোর্টারঃ
পূর্বধলায় ২০ বছরের চলাচলের রাস্তার উপর ঘর নির্মাণ করায় চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী । ঘটনাটি নেত্রকোনা'র পূর্বধলা উপজেলার ০৯ নং
খলিশাউর ইউনিয়নের খলিশাউর পূর্ব পাড়া গ্রামের চলিতা বাড়িতে ।
খলিশাউর গ্রামের রাস্তা থেকে প্রায় ২৫০ ফুট
দৈর্ঘ্য ও ৬ ফিট প্রস্থ রাস্তা দিয়ে পূর্ব পাড়া চলিতা বাড়ি সহ এলাকার ৪০ টি পরিবার ও এলাকাবাসী যাতায়াত করে আসছে দীর্ঘ ২০ বছর ধরে। এই রাস্তা দিয়ে মসজিদ, প্রাইমারি স্কুল ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরাও যাতায়াত করে ।
খলিশাউর পূর্ব পাড়া চালিতা বাড়ি এলাকাবাসী জানায় এলাকার প্রভাবশালী মহলের যোগসাজশে ২০ বছর ধরে চলাচলের রাস্তার উপর ১০ মাস আগে খড় রাখার জন্য ঘর করেছে নুরুল ইসলাম । দীর্ঘ দিন ধরে সামাজিকভাবে দেন দরবার করেও সে রাস্তার উপর ঘর সরায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, এখানে সরকারি হালট থেকে মাটি কেটে নিয়ে গেছে নুরুল ইসলাম। রাস্তা গাছও কেটে ফেলে দুর্বৃত্তরা।
ভূক্তভোগী আলমগীর তাদের ঘর সরিয়ে দিয়ে রাস্তা দখলমুক্ত করার প্রস্তাব ও অনুরোধ করলে তা আমলে নেয়নি কুচক্রী মহল ও নুরুল ইসলাম ।
এব্যাপারে অভিযুক্ত নুরুল ইসলামের সাথে বারবার যোগাযোগ করতে তার বাড়িতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায় নি।
ভূক্তভোগী আলমগীর বলেন ২০ বছর ধরে চলাচলের রাস্তা টি দখল মুক্ত করে এলাকাবাসী যাতায়াতের সুযোগ করে দেওয়া জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল সুদৃষ্টি কামনা করছি ।