Daily News BD Online

ষাইটধার হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ



মোঃ হাবিব মিয়া :
কিশোরগঞ্জে নিকলীতে ষাইটধার হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে হতদরিদ্র সুবিধাবঞ্চিত অসহায় শীতার্তদ মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গত বুধবার(১ জানুয়ারী) সন্ধ্যার দিকে ষাইটধার হিলফুল ফুজুল যুব সংগঠনের আয়োজন নিকলী  উপজেলা ৪০টি অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।ষাইটধার হিলফুল ফুজুল যুব সংগঠনের সভাপতি মোঃ রায়হান (মাস্টার) বলেন, মানুষ মানুষেরই জন্য ,একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। "প্রতিবছর আমরা শীতবস্ত্র কর্মসূচি পালন করে থাকি।আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা শীতার্ত মানুষের জন্য একটি বড় সহায়তা হয়ে দাঁড়াবে। আমরা মনে করি, একসঙ্গে কাজ করলে মানবতার কল্যাণে অনেক কিছু করা সম্ভব।এ মানবিক কাজে যারা, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আর্থিকভাবে এবং সময় ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন ষাইটধার হিলফুল ফুজুল যুব সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।শীতবস্ত্র  বিতরণে উপস্থিত ছিলেন ষাইটধার হিলফুল ফুজুল যুব সংগঠনের সভাপতিঃ মোহাম্মদ রায়হান, সহ-সভাপতিঃ মোহাম্মদ আবু সালেক,সাধারণ সম্পাদকঃ মোহাইমিনুল ইসলাম রিয়াদ যুগ্ম সাধারণ সম্পাদকঃ রজিন মিয়া, সাংগঠনিক সম্পাদকঃ রফিকুল ইসলাম রকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ মোঃ অনিক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ মোঃ রকি,অর্থ সম্পাদকঃ মোহাম্মদ আরিফ,সহ-অর্থ সম্পাদকঃ ইমতিয়াজ  রহমান অন্তর,প্রশিক্ষণ সম্পাদকঃ মোহাম্মদ সেলিম মিয়া,প্রবাসী কার্য সম্পাদকঃ নূর মোহাম্মদ সাকিব,কার্যকরী সদস্যঃ মোঃ নূরাল,মোঃ রোকনুজ্জামান রোকন, মোঃ হাফিজ,এবং বিভিন্ন  দায়িত্বশীলবৃন্দ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন