পুরোনো বছরের দুঃখ-গ্লানি মুছে নতুন বছরের নতুন সূর্য উপভোগ করতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। বছরের শেষ দিন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকেই সৈকতে পর্যটকদের পদচারণা বাড়তে থাকে। রাত ১২টার পর সৈকতে নানা আয়োজন এবং উদ্দীপনার মধ্য দিয়ে নতুন বছরকে শুভেচ্ছা জানান পর্যটকরা। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।
২০২৫ সালের প্রথম প্রহরে কুয়াকাটা সৈকতের গঙ্গামতি পয়েন্টে দেখা হয় ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক জহিরুল ইসলাম মাসুদের সঙ্গে। তিনি ঢাকা পোস্টকে বলেন, গতকাল কুয়াকাটায় এসেছি পরিবারসহ। থার্টিফার্স্ট নাইট খুব সুন্দর এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়েই উদযাপন করেছি। খুব সকালে নতুন বছরের নতুন সূর্য দেখতে পরিবারসহ এখানে এসেছিলাম। কিন্তু ঘন কুয়াশার আড়ালে সূর্য ঢেকে থাকায় আমরা দেখতে পারিনি। সেজন্য একটু খারাপ লাগছে। তবে কুয়াকাটার সুন্দর পরিবেশ আমাদের মুগ্ধ করেছে।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, আশানুরূপ পর্যটক কুয়াকাটায় না হলেও, নতুন বছরকে বরণ করে নিতে আয়োজনের কোনো কমতি ছিল না। নতুন বছরে কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি বাড়বে বলে আমরা আশা করছি।