কিশোরগঞ্জ প্রতিবেদক :
কিশোরগঞ্জে নিকলীতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ১০ কিলোমিটার ম্যারথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৯ টায় নিকলী সদর ইউনিয়নের জিরো পয়েন্টস থেকে নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে নিকলী ম্যারাথন এসোসিয়েশন বাস্তবায়নেএই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীরা নিকলী সদর ইউনিয়নের জিরো পয়েন্টস থেকে দৌড় শুরু করে কারপাশা ইউনিয়নের শহরমূল পর্যন্ত গিয়ে আবার পুনরায় নিকলী সদর ইউনিয়নের জিরো পয়েন্টে ফিরে আসে।
এতে শতাধিক প্রতিযোগী ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট
ফৌজিয়া খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অতিরিক্ত জেলা ও দায়রা জজ, কক্সবাজার
মামুনুর রশিদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল হক রাকিব, উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ রুস্তম আলী, ইউ ডি এফ দুর্গা রানী সাহা, বাংলাদেশ সুইমিং ফেডারশনের নির্বাহী সদস্য আবুল হাশেম,নিকলী সুইমিং ক্লাবের কোচ জুবায়ের আহমেদ, সাংবাদিক মোঃ হাবিব মিয়া ,
প্রমুখ। এ সময় বক্তব্য বলেন,যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে।
সার্বিক পরিচালনা করেন নিকলী সুইমিং ক্লাবের কোচ জুবায়ের আহমেদ।
অন্যদিকে উপজেলা প্রশাসন শিশু পার্ক (কুসুম কানন) শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান। উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার। উপজেলা সরকারি দপ্তরের প্রধানগন ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
Tags
কিশোরগঞ্জ