Daily News BD Online

পীরগঞ্জে শীতার্তদের মাঝে পাঁচ শতাধীক শীতবস্ত্র বিতরণ



আনোয়ার হোসেন রংপুর জেলা প্রতিনিধি 
অসহায়দের পাশে দাড়ানো দ্বায়িত্ব নয় কর্তব্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর পীরগঞ্জের পাঁচগাছী ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ নাশেরুল উলুম কওমী হাফেজিয়া মাদ্রাসা মাঠে অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারী বুধবার বিকেল ৩ ঘটিকার সময় দারুস সালাম ফাউন্ডেশনের আয়োজনে পাঁচ শতাধীক অসহায়,দুস্থ ও এতিমদের মাঝে এই শীতবস্ত্র (কম্বল)বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বে সরকারি এতিমখানা এসোসিয়েশনের সভাপতি আলহাজ হাফেজ তাজুল ইসলাম, দারুস সালাম  ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ আব্দুস ছালাম,সংশ্লিষ্ট মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, 
বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলার সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক নুর আলম প্রমুখ।বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন