Daily News BD Online

ঝিনাইগাতীতে শামসুল হক মেমোরিয়াল একাডেমিতে শীতকালীন পিঠা উৎসব



শেরপুর প্রতিনিধি ঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ  শনিবার সকাল ৮ ঘটিকার সময় সদরের শামসুল হক মেমোরিয়াল একাডেমিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে । উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শাহাজাহান আকন্দর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিএনপির যুঘ¥ আহবায়ক আব্দুল মান্নান, বিশেষ অতিথি ওসি আল আমিন, সাংবাদিক গোলাম রব্বানী-টিটু, জাহিদুল হক মনির, রেফাজ উদ্দিন, শিক্ষক মনির হোসেন পিঠা উৎসবে যোগদান করে পিঠার স্টলগুলো পরিদর্শন করেন । বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ হোসেনের সার্বিক তত্তাবধায়নে জমকালো ভাবে পিঠা উৎসবটি পালিত হয় । পিঠা উৎসবে ৬টি স্টলে ডিম পিঠা, পুলি পিঠা, মাছ পিঠা, দুধ পলি পিঠা, চিতই পিঠা, তেল পিঠা, বারবিকিউ পিঠা, আলু সুন্দরী পিঠা, ডিম নুডলস, সহ নানা রকমের ১০০ প্রকারের পিঠার সমারহ নিয়ে মাতিয়ে তুলে পিঠা উৎসবটি । গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া পিঠাও দেখা যায় উৎসবে । পরে বিদ্যালয়ের সামনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন