Daily News BD Online

কনকনে শীতে কুয়াকাটায় পর্যটকদের ভিড়



দেশজুড়ে বইছে কনকনে শীত এবং হিমেল হাওয়া। ঘনকুয়াশা ও শৈত্যপ্রবাহে হাড় কাঁপানো ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তবে দেশের সর্ব দক্ষিণের জেলা পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় শীতের তীব্রতা উপেক্ষা করে বেড়েছে পর্যটকদের ভিড়। সারাদিনে কোথাও সূর্যের দেখা না মিললেও ঠিক সন্ধ্যা নামার আগ মুহূর্তে পশ্চিম আকাশে দেখা গেছে সূর্যের আলো। তবে কমেনি শীতের তীব্রতা। পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) ২০২৫ সালের প্রথম শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কুয়াকাটায় পর্যটকদের ভিড় লক্ষ করা গেছে। কুয়াকাটায় আগত অনেক পর্যটকই হোটেলে অবস্থান নিয়েছেন।

কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক হাফিজুর রহমান বলেন, কুয়াকাটায় এসে বেশ ভালো লাগছে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ। অনেক পর্যটকের আগমন। এখানে দুই দিন থাকার জন্য এসেছি, তবে শীতের তীব্রতা একটু বেশি। বাচ্চাদের নিয়েই মূলত এখানে আসা। বাচ্চারা সৈকতে গোসল করতে চেয়েছিল কিন্তু পানি অতিরিক্ত ঠান্ডা, তাই নামতে দেইনি। তবে সবাই আনন্দ-উল্লাস আর ছোটাছুটিতে ব্যস্ত।

হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল খান বলেন, কুয়াকাটায় পর্যটকদের ভিড় রয়েছে। তবে শতভাগ বুকিং নেই হোটেলগুলোতে। অধিকাংশ হোটেল ৫০-৬০ শতাংশ বুকড হয়েছে। প্রথম সারির কিছু হোটেল শতভাগ বুকড হয়েছে। তবে শীতের তীব্রতা একটু কমলে কুয়াকাটায় পর্যটক বাড়বে বলে মনে করছি। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পরিদর্শক সাখাওয়াত হোসেন তপু বলেন, শীতের তীব্রতা বেশি থাকলেও আগত পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। কুয়াকাটার সব দর্শনীয় স্থানগুলোতে আমাদের একাধিক টিম কাজ করছে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন