Daily News BD Online

নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে ইসি

 


ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়ার উইন্ডোর ভেতর আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। 

আগামী জুনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন-নির্বাচন কমিশন বলেছে যে, নির্বাচন করার জন্য আমরা রেডি এবং তারা জাতীয় সংসদ নির্বাচন করার জন্য তৈরি আছে। তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে, দুইটা নির্বাচন এক সঙ্গে সম্ভব না। সুতরাং এটা জাতির স্বার্থে প্রয়োজন এই নির্বাচনটা (সংসদ নির্বাচন)।

তিনি আরও বলেন, নির্বাচনের জন্য কতগুলো ফরমেলাটিজ আছে- যেমন ভোটার লিস্ট, এই ভোটার লিস্ট রেডি। ভোটার লিস্ট হালনাগাদে বেশি দিন লাগার কথা নয়, এক মাসের মধ্যেই যদি কেউ হালনাগাদ করতে চায়- সেটা করতে পারবে। এরপরে প্রিসাইডিং অফিসার নিয়োগসহ বিভিন্ন কাজ এক-দুই মাসের বেশি সময় লাগার কথা নয়। সবই তো তৈরি।

ইসি সচিবের কাছে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ধারাবাহিকভাবে আমাদের নির্বাচন কমিশনাররা এবং প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, প্রধান উপদেষ্টা যে আমাদের একটা উইন্ডো দিয়েছেন, আমরা তার ভেতর কাজ করছি৷

সম্প্রতি প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী বছর জুন অথবা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, সংস্কার সীমিত আকারের করা হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে।

এর আগে অনুষ্ঠিত বৈঠকে ইউএনডিপির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের নেতৃত্বে পাঁচ সদস্যদের প্রতিনিধি প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবের সঙ্গে বৈঠক করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন