Daily News BD Online

জাতীয় দলে ফিরতে বিসিবি থেকে কিছু দিন সময় নিয়েছেন তামিম

 


লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল। মূলত তিনি নিজেকে সরিয়ে রেখেছেন। গুঞ্জন আছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারো জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তিনি। তবে এ ব্যাপারে এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিশ্চিত করে কিছু বলেননি তামিম। বরং এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বোর্ড থেকে আরো কিছুদিন সময় চেয়ে নিয়েছেন সাবেক এই অধিনায়ক।

আজ সিলেটে তামিমের ফেরা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। তিনি বলেন, 'আগেই হয়তো তামিমের সঙ্গে আমাদের আরেকটু আলোচনা হতে পারতো। যাই হোক, সামনে আমাদের একটা বড় ইভেন্ট আছে। আলোচনা হয়েছে। কিন্তু কোনো আলোচনাতেই সঙ্গে সঙ্গে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না। কারণ এটা অনেক বড় একটা সিদ্ধান্ত।'

'তার ঘনিষ্ঠজন, পরিবার, বন্ধু-বান্ধব কিংবা তার প্রিয় কোচ অথবা শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গে আলাপ আলোচনার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে একটু সময় নেওয়ার তো ব্যাপার এসেই যায়। আমাদের যেহেতু ১২ জানুয়ারির মধ্যে দল ঘোষণা করতে হবে, তার আগেই আমাদেরকে দলটা দিতে হবে বোর্ডের কাছে। আমাদের কাছে মনে হয়েছে সময় আছে, সে সময় নিয়ে সিদ্ধান্ত নিতেই পারে। তাড়াহুড়োর কিছু নেই।'-যোগ করেন তিনি।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন