ফাহিম ফরহাদ, গাজীপুরঃ
রাজধানীর তুরাগ থানার নয়ানগর রফিক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৫জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল আলীর উদ্যোগে ২হাজার শীতার্তের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এছারা কয়েক-শতাধিক স্থানীয়দের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথীর বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। এসময় প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, "তারা (আ'লীগ) আপনাদের এভাবে সন্মানিত করেনি, তারা ১০টাকায় চাল ও ঘরেঘরে চাকরির আশ্বাস দিয়ে মিথ্যাচার করেছে, আলেম-ওলামাদের প্রতি অন্যায় অত্যাচর ভ্যা-বিচার করেছে। তাই আল্লাহর নির্দেশে তাদের পতন হয়েছে।"
তিনি বলেন, "তারেক রহমানের নির্দেশে আমরা সামান্ন উপহার নিয়ে আপনাদের মাঝে এসেছি আপনারা সকলে গ্রহণ করবেন। তিনি বলেন, স্থানীয় নেতৃবৃন্দদের নির্দেশনা রয়েছে আপনাদের খোঁজখবর নেয়ার। বিগত সময়ে যারা অন্যায় করেছে আইনের মাধ্যমে তাদের বিচারের জন্য পুলিশে সর্পোর্দ করবেন।"
বক্তব্যের এক পর্যায়ে আব্দুল আলীর এমন উদ্যোগকে স্বাগত জানান প্রধান অতিথী। তিনি আব্দুল আলীর ন্যায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দদের সকলকে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে থাকার উদার্ত্ত্ব আহ্বান জানান।
এসময় সভাপতির বক্তব্যে, আব্দুল আলী বলেন, "আগামীতে আমি ৫৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদ-প্রার্থী। এ অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অংশ হিসেবে তাদের মাঝে আজ ২হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছি। এছারা কয়েকশদের মাঝে নগদ অর্থও বিতরণ করা হয়। তিনি বলেন এমন উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।"
তুরাগ থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রিপন হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথীর বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক, এসএম জাহাঙ্গীর হোসেন, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেস্তাফিজুর রহমান সেগূন প্রমূখ।
এতে উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন, আফাজ উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক, আতিকুর রহমান আতিক ও ফেরদৌসী আহমেদ মিষ্টি, যুগ্ম দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমূখ।
এছারা অতিথী হিসেবে আরো উপস্থিত ছিলেন, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, হারুনুর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, রফিক মোল্লা, আলী আহমেদ, মহিউদ্দিন সোহাগ, মতি মিয়া,বিপ্লব হোসেন, চাঁন মিয়া, ৫৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা ও ৫৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম। এছারা তুরাগ থানা জিয়া মঞ্চের আহ্বায়ক শাহিন মোল্লা ও সদস্য সচিব মুনসুর মোল্লা-সহ অন্যান্যরা।
Tags
গাজীপুর