দুর্বল ব্যাংকের গ্রাহকরা জমা টাকা ফেরত পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
গ্রাহকদের উদ্দেশে তিনি বলেছেন, আমরা আপনাদের টাকা উদ্ধার করবো। একটু সময় দিতে হবে, আমরা ধাপে ধাপে করবো। রেজুলেশন অ্যাক্টে যাচ্ছি, সেজন্য সময় দিতে হবে। ধাপে ধাপে আপনাদের (আমানতকারীর) টাকা ফেরত দেওয়া হবে।
দুর্বল ব্যাংকগুলোর বিষয়ে এক প্রশ্নের জবাবে আহসান এইচ মনসুর বলেন, গত ১০ বছর আগে থেকে আমি বলে আসছি এস আলমের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না। তারা ২ শতাংশ বেশি সুদ দিয়েছে বলে আপনারা টাকা রেখেছেন। বেশি সুদের আশায় আপনারা সেখানেই টাকা রেখেছেন, এখন ধরা খেয়েছেন।
তিনি বলেন, আমরা আপনাদের উদ্ধার করবো, তবে সময় দিতে হবে। এখনই সেটি পারা যাবে না, আমরা ধাপে ধাপে করবো। ব্যাংক রেজল্যুশন অ্যাক্টের দিকে যাচ্ছি আমরা, কিছু ব্যাংক একীভূত করতে হবে। অনেক কিছু করা যাবে, এ বছরই হয়তো অনেক কিছু করা হবে। তবে আপনারা টাকা পান আর বন্ড পান, কিছু একটা পাবেন, মার যাবে না।
ড. মনসুর আরও বলেন, সরকারের ২২টি মন্ত্রণালয় ক্ষুদ্রঋণ কার্যক্রম চালাচ্ছে, যেটির যৌক্তিকতা আছে কি না দেখা প্রয়োজন। সরকারের এ ধরনের ক্ষুদ্রঋণ কার্যক্রম চালিয়ে নেওয়ার প্রয়োজন নেই।