Daily News BD Online

কামাল্লা দরবার শরীফের পীর খন্দকার হাবিবুর রহমান এর ইন্তেকাল



হাফেজ নজরুল। 
কুমিল্লা  মুরাদনগর উপজেলার কামাল্লা  দরবার শরীফের পীর মদিনার জামাতের প্রতিষ্ঠাতা  আলহাজ্ব হযরত মাওলানা খন্দকার হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন। 
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

  শুক্রবার রাত এগারোটা পঞ্চান্না মিনিটে  ঢাকার একটি হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন,
 মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর,
 তিনি দুই ছেলে, ৪  মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজনসহ হাজার হাজার মুরিদ ও শুভাকাঙ্ক্ষী  রেখে যান। 
শনিবার বিকাল তিনটায় কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার  মাঠে তাঁর জানাজা সম্পন্ন হয়।
  জানাজার ইমামতি করেন পীর সাহেব (রঃ) এর বড় সাহেবজাদা  মাওলানা আবু নছর খন্দকার সাইফুর রহমান উপস্থিত ছিলেন সোনাকান্দা দরবার শরীফের পীর মাওলানা  মাহামুদুর রহমান, 
 কামাল্লা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার আলহাজ্ব  মোঃ তফাজ্জল হোসেন, 
নোয়াখালী পীর সাহেবসহ শতশত আলেম উলামা হাজার হাজার ভক্ত মুরিদ ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন, 
জানাজা শেষে পারিবারিক গোরস্থানে বাবা ও মায়ের পাশে তাকে দাফন করা হয়।
পীর সাহেব এর মৃত্যুতে মুঠোফোনে সমবেদনা জানিয়েছেন মুরাদনগরের সাবেক এমপি আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
জানার পূর্বে মদিনার জামাত ও 
 দরবারের দায়িত্ব অর্পণ করা হয় হযরতের বড় সাহেবজাদা মাওলানা আবু নছব খন্দকার সাইফুর রহমান এর উপর। হাজার হাজার ভক্ত বৃন্দ তাকে গ্রহণ করে নেন,এ সময়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন