Daily News BD Online

নিকলীতে শীতার্তদের মাঝে ইউএনও'র কম্বল বিতরণ

 

হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি 


কিশোরগঞ্জে নিকলীতে শীতার্তদের মাঝে  উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার এর কম্বল বিতরণ ।  এতে খেটে খাওয়া ও হতদরিদ্র ছিন্নমূল মানুষ এবং বৃদ্ধরা পড়েছেন চরম বিপাকে। আর এসব মানুষের কথা বিবেচনা করেই নিকলী উপজেলা শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে নিকলী উপজেলা প্রশাসন ।

এসব মানুষের কষ্টের কথা চিন্তা করে কম্বল নিয়ে নিজেই শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র হিসেবে সরকারি কম্বল পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার।
 রবিবার (৫জানুয়ারি) সকাল ১০টায় নিকলী সদর ইউনিয়ন প্রাঙ্গণে নিকলী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বাস্তবায়নে নিকলী সদর ইউনিয়ন সার্বিক সহযোগিতায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিকলী সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির, ইউ ডি এফ দুর্গারাণী সাহা, অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।

 নিকলী উপজেলা নির্বাহী অফিসার
পাপিয়া আক্তার বলেন, কয়েকদিন যাবত প্রচন্ড ঠান্ডা পড়েছে। এই কনকনে ঠান্ডায় খেটে খাওয়া, দুঃস্থ অসহায় ও দরিদ্র মানুষেরা খুবই কষ্ট হচ্ছে। 
তাই তাদের কথা চিন্তা করে দ্রুত শীতের গরম কাপড় কম্বল নিয়ে তাদের পাশে দাঁড়ালাম। তাদেরকে এই প্রচন্ড শীতে গরম কাপড় কম্বল দিতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে। যেকোনো দুর্যোগপূর্ণ অবস্থায় সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য।যতদিন শীত থাকবে ততদিন আমরা অসহায় মানুষের পাশে এভাবে শীত বস্ত্র নিয়ে উপস্থিত হব। এবং সরকারি উদ্যোগের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে এই কনকনে ঠান্ডায় শীতবস্ত্র কম্বল পেয়ে অসহায় শীতার্ত মানুষেরা অনেক খুশি হয়েছে এবং তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন