Daily News BD Online

সিলেটকে ৬ রানে হারাল ঢাকা

 


রনি তালুকদারের সঙ্গে অ্যারন জোনসের জুটি আশা দেখাচ্ছিল সিলেট স্ট্রাইকার্সকে। কিন্তু শেষ পর্যন্ত আর লক্ষ্য তাড়া করতে পারেনি। তাদের ৬ রানে হারিয়ে আসরের দ্বিতীয় জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।  

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৯৬ রান করে ঢাকা। দুই ওপেনার মিলে শুরুটা ভালোই করেন। তবে ১৬ বলে ২২ রান করে তানজিদ হাসান তামিম বিদায় নিলে কিছুটা চাপে পড়ে যায় তারা। তবে একপ্রান্তে ঝড় বইয়ে দেন লিটন। ৪৮ বলে ৭০ রানের ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে ৪টি করে ছক্কা ও চার।

অন্য প্রান্তে অবশ্য নিয়মিত বিরতিতে আসা-যাওয়া চলছিল। সেটিও থামে সাব্বির রহমান (২১ বলে ২৪ রান) ও থিসারা পেরেরা (১৭ বলে ৩৭ রান) দাঁড়িয়ে গেলে।  

পরে ব্যাটিংয়ে নেমে ৩২ রানেই দুই উইকেট হারায় সিলেট। তবে তৃতীয় উইকেটে জোনসকে নিয়ে ৮০ রানের জুটি গড়েন রনি। জোনস অবশ্য কিছুটা ধীর-সুস্থেই খেলেন। ৩২ বলে ৩৬ রানে আউট হন তিনি। এরপর থিসারা পেরেরা তুলে নেন রনিকে। ৪৪ বলে ৯ চারে ৬৮ রান করেন ডানহাতি এই ওপেনার।

তবুও লক্ষ্য নাগালের মধ্যেই ছিল সিলেটের। জাকের আলী ১৩ বলে ২৮ রান করেন। তিনি চলে যাওয়ার পর আস্থা থাকে আরিফুল হকের ওপর। কিন্তু শেষ ওভারে অধিনায়ক বিদায় নিলে সিলেটের হার তখন অবশ্যম্ভাবী। ১৩ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৯ রানে আউট হন আরিফুল। শেষ দুই বলে ১১ রানের প্রয়োজন হলেও ৭ উইকেটে ১৯০ রানেই থামে সিলেট।

এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠেছে ঢাকা। সমান পয়েন্টে সিলেট নেমে গেছে একদম তলানিতে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন