Daily News BD Online

বাজারে দেশি পেঁয়াজ ৬০, ভারতীয় ৭০ টাকা


 মৌসুমের নতুন পেঁয়াজ ওঠায় রাজধানীর বাজারগুলোতে দেশি পেঁয়াজে সয়লাব। বাজারের প্রতিটি দোকানে ছোট, মাঝারি ও বড় সাইজের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে। আর কিছু কিছু দোকানে আমদানি করা ভারতীয় পেঁয়াজেরও দেখা মিলেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশি পেঁয়াজের দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে। আর ভারতীয় পেঁয়াজের দাম কমে আবার কিছুটা বেড়েছে। এছাড়া পুরাতন দেশি পেঁয়াজ বা ক্রস জাতের পেঁয়াজ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর মগবাজারের চারুলতা মার্কেট ঘুরে এমন চিত্র জানা গেছে।

মার্কেটের পাইকারি ব্যবসায়ী খোরশেদ জানান, বেশ কিছুদিন হলো বাজারে দেশি পেঁয়াজ এসেছে। তাই দাম এখন অনেকটা কম। মাসখানেক আগেও এই পণ্যের দাম ১০০ টাকার ওপরে ছিল। আজকের বাজার অনুযায়ী পাবনার দেশি পেঁয়াজের দাম ৬০ টাকা এবং ভারতীয় বড় পেঁয়াজের দাম ৭০ টাকা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত সপ্তাহে দেশি পেঁয়াজ ৬০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। তার আগের সপ্তাহে দেশি পেঁয়াজ ৫০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

পেঁয়াজের দাম কমে আবার বাড়লো কেন, জানতে চাইলে মার্কেটের আরেক পাইকারি ব্যবসায়ী রতন তালুকদার জানান, এবার দেশি পেঁয়াজে ভালো ফলন হয়েছে। তবে হঠাৎ করে দাম কমে যাওয়ায় কৃষকদের উৎপাদনের তুলনায় বিক্রিতে লাভ হচ্ছে না। গত সপ্তাহের দাম কিছুটা বেড়েছে। তবে এটা অন্যান্য সময়ের তুলনায় আহামরি বেশি না।

বাজার করতে আসা ক্রেতা জাহিদ আহসান বলেন, পেঁয়াজের দাম একেক সপ্তাহে একেক রকম। কখনো দাম হিসাব করে পেঁয়াজ কেনা হয় না। প্রায় ২৫ দিন আগে পেঁয়াজ কিনেছি ১০০ টাকা কেজি দরে। আজকে এসে দেখি ৬০ টাকা। আসলে বাজারে হালচাল বুঝতে পারি না।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন