Daily News BD Online

দূর্গাপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টায় থানায় অভিযোগ দায়ের





স্টাফ রিপোর্টারঃ



 নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়  কৃষকের চাষকৃত ধান ক্ষেতে জোরপূর্বক ধানের চারা রোপণ করে ও পাশের ক্ষেতের আলু করলা উঠিয়ে নিয়ে যাওয়ায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী।  



 ঘটনা টি ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় 

গাঁওকান্দিয়া ইউনিয়নের ঢালুকান্দা গ্রামে।


এ ব্যাপারে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী ঢালুকান্দা গ্রামের মৃত আব্দুল আছিরের ছেলে মোঃ রেজুয়ান ।



থানায় দায়েরকৃত অভিযোগপত্রে এবং  সাংবাদিকদের কাছে  ভূক্তভোগী  কৃষক মোঃ রেজুয়ান ও তার চাচাতো ভাই মো, আব্দুল সাত্তার বলেন  ''আমাদের পৈতৃক ক্রয়কৃত ৫.৭ একর ধানি জমি আমাদের ভোগদখল থাকাবস্থায় একই ইউনিয়নের ঝাঞ্জাইল গ্রামের  প্রাভাবশালী মৃত গণি মিয়ার ৬ ছেলে হারুন , শাহিন, শামীম,শাফি ,কবির ও রোমানের নির্দেশে ও অবৈধভাবে জবরদখল করার পাঁয়তারা করছে। তারা আরো জানান,

ঢালুকান্দা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে 

শাহজাহান , তার ভাই আমিরুল ও শ্রীপুর গ্রামের ঝুটন গংরা প্রায় শতাধিক লোকজন নিয়ে  ক্ষেতে জোর পূর্বক ধানের চারা রোপণ করে ও  ৮ জানুয়ারি বুধবার প্রায় দুই লক্ষাধিক টাকার আলু করলা উঠিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। বাড়িতে এসে নারী শিশুসহ আমার চাচাতো ভাই সাত্তার কে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে যায় । আমার ও আমার চাচাতো ভাইয়ের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি । আমাদের বৈধ জমি ধরে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার কামনা করি। 


এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাচ্চু মিয়া বলেন আমরা অভিযোগ পেয়েছি। এবিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 


এবিষয়ে অভিযুক্ত মোঃ শাফি সাংবাদিকদের জানায় আমার বাবা স্বাধীনতার পরে এই জমি রেজুয়ান ও সালামের বাবার কাছ থেকে ক্রয় করেছিল।কিন্তু তারা আমাদের এখন জমি লিখে দিচ্ছে না। তাই আমরা ৫আগষ্ঠের পর আমরা আমাদের বাবার ক্রয়কৃত জমি দখলে নিয়েছি।আর রেজুয়ান ও সালামকে মারধর কিংবা বাড়ি ঘরে হামলার অভিযোগ সঠিক নয়।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন