Daily News BD Online

তামিমের ফিফটিতে জয়ে ফিরল বরিশাল

 


দুর্বার রাজশাহীর বিপক্ষে জয় দিয়ে এবারের আসর শুরু করেছিল ফরচুন বরিশাল। তবে পরের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হারে তামিম ইকবালের দল। তবে রাজশাহীকে সামনে পেয়ে আবারও আধিপত্য বিস্তার করল ফরচুনরা। বিশেষ করে তামিম এদিন ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের শাসন করেছেন। অধিনায়কের দুর্দান্ত ফিফটিতে আবারো জয়ে ফিরল বরিশাল।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করেছে রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেছেন বিজয়। জবাবে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৭ ওভার ৩ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৮৬ রান করেছেন তামিম।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন