Daily News BD Online

খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো রাজশাহী

 


চলমান বিপিএলের ১৫তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে দুর্বার রাজশাহী। এই ম্যাচে আগে ব্যাট করে খুলনাকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছে এনামুল-তাসকিনরা। শুক্রবার (১০ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহীকে শুরু এনে দেন মোহাম্মদ হারিস এবং জিশান আলম। দুজনের ব্যাটে ভর করে ৪৪ রান তুলতে পারে রাজশাহী। ২০ বলে ২৭ রান করে হারিস আউট হন।


এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি এনামুল হক বিজয়। ৭ রান করে এই ডান হাতি ব্যাটার। ৫ রান করে তাকে সঙ্গ দেন এসএম মেহরাব। এরপর ২২ বলে ২৩ রান করে জিশান আউট হলে দলীয় ৬৭ রানে ৪ উইকেট হারায় রাজশাহী।


এরপর রাজশাহী শিবিরের হাল ধরেন ইয়াসির আলী ও রায়ান বার্ল। দুজনের ব্যাটে ভর করে ১৮তম ওভারে ১৫০ রানের কোটা পার করে রাজশাহী। তবে ফিফটি তুলতে পারেননি ইয়াসির। ২৪ বলে ৪১ রান করে বোল্ড হন এই ডান হাতি ব্যাটার। এরপর ব্যাটে এসে ৪ বলে ১৪ রান তোলেন আকবর।


শেষ পর্যন্ত আকবরের ৯ বলে ২১ রান এবং রায়ান বার্লের ২৯ বলের অপরাজিত ৪৮ রানে ভর করে ১৭৮ রানের লড়াকু পুঁজি পায় রাজশাহী। খুলনার হয়ে দুই উইকেট শিকার করেন নাসুম আহমেদ। এ ছাড়াও মোহাম্মদ নাওয়াজ, মেহেদী হাসান মিরাজ ও আবু হায়দার।




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন