Daily News BD Online

অপরিবর্তিতই থাকছে এলপি গ্যাসের দাম

 


বিদায়ী বছরের ডিসেম্বরের মতো নতুন বছরের প্রথম মাসেও অপরিবর্তিত রাখা হয়েছে এলপি গ্যাসের দাম। জানুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৫ টাকা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) এলপি গ্যাসের এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এর আগে গত নভেম্বর মাসে ১ টাকা কমানো হলেও ডিসেম্বরে দাম অপরিবর্তত থাকে পণ্যটির।

বিইআরসির সচিব ব্যারিস্টার খলিলুর রহমান স্বাক্ষরিত এক মূল্য সমন্বয় বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজি গ্যাসের দাম ১২১ টাকা ১৯ পয়সা ও রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম ১১৭ টাকা ৩৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৬ টাকা ৭৮ পয়সা।

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন