Daily News BD Online

ফুলবাড়ীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর এজেন্ট শাখা উদ্বোধন



ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর দিনাজপুর শাখা নিয়ন্ত্রিত মাদিলাহাট এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

দুপুর একটায় বেতদীঘি ইউনিয়নের মাদিলাহাট হাসান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এজেন্ট ব্যাংকিং শাখাটি আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।

ব্যাংক চত্বরে আয়োজিত শাখা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর মাদিলাহাট এজেন্ট মো. আব্দুল মজিদ সরদার।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী, দিনাজপুর শাখা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর শাখা ব্যবস্থাপক মো. শরিফুল রহমান, কর্মকর্তা মো. আশফাকুল রহমান প্রমুখ।

শেষে সংশ্লিষ্ট এলাকার দুই শতাধিক অসহায় দুস্থ বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউসিবির কর্মকর্তাসহ স্থানীয় গণমান্য ও ব্যবসায়ী, শিক্ষকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। #

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন