Daily News BD Online

মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ



হাফেজ নজরুল।। 

ছাত্র আন্দোলনে সক্রিয় ভাবে নেতৃত্বদানকারী ছাত্রদের বঞ্চিত করে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্ররা। ফ্যাসিস্ট সরকারের দোসর ছাত্রলীগের সাথে জড়িতদের দিয়ে উপজেলা কমিটি দেওয়ায় ছাত্ররা ক্ষুদ্ধ হয়ে নব-গঠিত এই কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
রবিবার বিকাল ৫টায় উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্ররা। মিছিলটি আল্লাহু চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আল্লাহু চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে। 
প্রতিবাদ সমাবেশে ছাত্ররা বলেন, যারা ছাত্র-জনতার আন্দোলনের সময় নিজের জীবন বাজি রেখে মুরাদনগর উপজেলার বিভিন্ন স্থানে নেতৃত্ব দিয়েছিল তাদেরকে বাদ দিয়ে আওয়ামীলীগের দোসর ছাত্রলীগের সাথে জড়িত রয়েছে এমন অছাত্রদের নিয়ে স্বজনপ্রীতি করে একটি পকেট কমিটি করা হয়েছে। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম আজ আমরাই কমিটির নামে বৈষম্যের শিকার হচ্ছি এবং আন্দোনে যারা সম্মুখ সারিতে ছিলো তাদেরকে বঞ্চিত করে এই কমিটি করা হয়েছে। আমার তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের ভাইদের রক্তের সাথে বেইমানী করে গঠিত এই পকেট কমিটিকে মুরাদনগর মাটিতে বাস্তবায়ন করতে দেয়া হবেনা।এই পকেট কমিটিকে মুরাদনগর উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো। 
সিয়াম খাঁনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, আব্দুর রহমান উজ্জ্বল, নাহিদুল ইসলাম নাঈম, এনামুল হক, সাব্বির, নাজিদুর রহমান আকাশ, তরিকুল ইসলাম, শরীফুল ইসলাম, সাইফুল ইসলাম শান্ত প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন