Daily News BD Online

সহজ লক্ষ্য পেয়ে টানা তৃতীয় জয়ের মিশনে রংপুর

 


বিপিএলের ষষ্ঠ ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। এই ম্যাচে টস জিতে তামিম-মুশফিকদের ব্যাটিং পাঠায় নুরুল হাসান সোহান। আগে ব্যাট করে রংপুরকে ১২৫ রানের সহজ লক্ষ্য দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বরিশাল। ১০ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন ওপেনার নাজমুল হাসান শান্ত। তিনে নেমে সুবিধা করতে পারেননি তাওহীদ হৃদয়ও। ৬ বলে ৪ রান করেন তিনি।

তবে এক প্রান্ত আগলে রেখে রান তোলার চেষ্টা করতে থাকেন তামিম ইকবাল। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৮ বলে ২৮ রান করে নাহিদের বলে বোল্ড আউট হন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং কাইল মায়ার্স।

১৭ বলে ১৫ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন মুশফিক, আর ১৩ বলে ১৪ রান করে ক্যাচ আউট হন মায়ার্স। এরপর ৩ বলে ১ রান করে ফাহিম আশরাফ আউট হলে দলীয় ৮০ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বরিশাল।


এদিন বরিশালকে বিপদ থেকে রক্ষ করতে পারেনি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও। ৮ বলে ১০ রান করে খুশদিল শাহ বলে প্লে-ডাউন হন তিনি। ১৬তম ওভারে ১০০ রানের কোটা পার বরিশাল।



শাহিন শাহ আফ্রিদি (৮), তানভীর ইসলাম ৬ রানে আউট হলে রান তোলার চেষ্টা করেন মোহাম্মদ নবি। ১৯তম ওভারে দ্বিতীয় বলে এই আফগান তারকা আউট হলে ১০ বল হাতে থাকতেই ১২৪ রানে অলআউট হয় বরিশাল। ১৯ বলে ২১ রান করেন নবি। রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন খুশদিল শাহ। ইফতেখার আহমেদ ও নাহিদ রানা দুটি করে উইকেট নেন। এ ছাড়াও শেখ মাহেদী ও আকিভ জাভেদ একটি করে উইকেট নেন।






একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন