Daily News BD Online

গোপালগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন



গোপালগঞ্জ প্রতিনিধি

”জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যের আলোকে গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ২ দিন ব্যাপি বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
১৪ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।
সোমবার সকালে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) বাবলী শকনম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সেলিম তালুকদার, একাডেমিক সুপারভাইজার অরুন মন্ডলসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতায় সদর উপজেলার ১৬ টি স্কুল,কলেজ থেকে শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন