Daily News BD Online

ব্রাহ্মণবাড়িয়ায় স্বচ্ছ ভোটার তালিকাবিহীন বিএনপি'র সম্মেলন না মানার ঘোষণা




এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ছাড়া আগামী ১৮ জানুয়ারির ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে দলের একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে জেলা শহরের পৌর মুক্তমঞ্চে তারেক রহমান ঘোষিত ৩১দফা দাবি বাস্তবায়নে আয়োজিত সমাবেশ থেকে এই ঘোষণা দেয়া হয়।
 

জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার ভুইয়া খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোমিনুল হক, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন প্রমুখ। 


বক্তারা বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়ন করতে হলে ত্যাগী ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় একটি মহল ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে ফ্যাসিস্ট সরকারের লোকজন নিয়ে আগামী ১৮ জানুয়ারি প্রহসনের সম্মেলন করার পায়তারা করছে। তারা স্বচ্ছ ও পূর্নাঙ্গ ভোটার তালিকা তৈরি না করে যেই প্রহসনের সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে তা মেনে নেয়া হবেনা। এছাড়াও বক্তারা, সম্মেলনের গণতন্ত্র রক্ষায় ও ভোটের অধিকারের জন্য আন্দোলন চালিয়ে যাবার পাশাপাশি জেলা বিএনপির বৃহৎ একটি অংশ সম্মেলনে যোগ না দেয়ার ঘোষনা দেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে সমাবেশস্থলে যোগদান করেন। (ছবি : মেইলে সংযুক্ত)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন