আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার জবই বিলেরে বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বাংলাদেশ’ কবিতা। আবৃত্তি প্রতিষ্ঠান কণ্ঠশিখনের নির্বাহী পরিচালক মাহফুজ ফারুকের পরিচালনায় শনিবার দুপুরে চিত্রায়ণ সম্পন্ন হয়েছে।
কণ্ঠশিখনের প্রথম আবর্তনের ৮ জন শিক্ষার্ীর অংশগ্রহণে এটির দৃশ্য এবং শব্দ ধারণ করা হয়েছে। অংশগ্রহণকারীরা হলেন, তোফাজ্জল হোসেন, ফাহাদ ফরহাদ, হাসান মামুন, মুশফিকা, আরফিনা, শাহরিয়ার নাফিস, নবাব ও আব্দুল্লাহ মামুন।
পরিচালক মাহফুজ ফারুক জানান, শিঘ্রই আবৃত্তির এই ভিডিওচিত্রটি আনুষ্ঠানিকভাবে কণ্ঠশিখনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে। নজরুলের দেশপ্রেম আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিতে তার কবিতা নিয়ে আমরা কাজ করছি। মানবিকতা, সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠায় নজরুল চর্চায় নিবেদিত হওয়ার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।
উল্লেখ্য বাংলা ও বাংলাদেশি সংস্কৃতি চর্চার অংশ হিসেবে কণ্ঠশিখন সকল শ্রেণি-পেশার মানুষদের একদিকে আবৃত্তি ও প্রমিত উচ্চারণ প্রশিক্ষণ প্রদান করছে। অন্যদিকে বাংলা কবিতাকে সকলের কাছে পৌঁছে দেয়ার লক্ষে কবিতার চিত্রায়ণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
Tags
সাপাহার