Daily News BD Online

চট্টগ্রামে বিনা খরচে বিয়ে করলেন ৮ দম্পতি!



 চট্টগ্রামে একই মঞ্চে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আট দম্পতি। বিয়ের পোশাক আশাক থেকে সব ধরনের খরচ বহন করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

শনিবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই বিয়ের আয়োজন করা হয়। যৌতুক থেকে বেরিয়ে আসার পাশাপাশি অতিরিক্ত দেনমোহরে না ঝুঁকতেই এই আয়োজন করেছে সংগঠনটি।


‘বিয়ে আপনার, খরচ আমাদের’ এই স্লোগানকে সামনে রেখে ব্যতিক্রমী এই আয়োজনে বিয়ের রেজিস্ট্রেশন, বর কনের পোশাক, সাজসজ্জার প্রসাধনী, অতিথিদের আপ্যায়ন প্রভৃতি সব খরচ বহন করেছে শামসুল হক ফাউন্ডেশন। শুধু তাই নয়, 

 

এছাড়াও বিয়ের পরে বর-কনের জন্য কক্সবাজারে হানিমুনের ব্যবস্থা করে রাখা হয়। নবদম্পতির কাছে শর্ত শুধু একটাই, যাতে কেউ যৌতুকের লেনদেন না করে। কাবিন নামায় অতিরিক্ত দেনমোহর না লেখে।   

এমন আয়োজনে সঙ্গী হতে পেরে বেশ উচ্ছ্বসিত নব দম্পতিরা ও অতিথিরা। এক দম্পতি বলেন, ‘আমরা এমন আয়োজনকে সাধুবাদ জানাই, আমরা এমন খবর পেয়ে নিজেরা উদ্বুদ্ধ হয়ে এগিয়ে এসেছি। সবাই এমন আয়োজনকে ভালো চোখে দেখছে। আমরাও এতে খুশি।’

 

ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দীন বলেন, ‘মূলত যৌতুক থেকে বেরিয়ে আসার পাশাপাশি অসহনীয় কিংবা লোক দেখানো দেনমোহরে না ঝুঁকতেই এই আয়োজন। যা আমরা ছড়িয়ে দিতে চাই সমাজের আনাচে কানাচে।’

 

শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাছির উদ্দীন বলেন, ‘আমরা যৌতুক থেকে বিমুখ করতেই এই আয়োজন করছি। যাতে মানুষ সত্যের পথে আসে। বিয়েকে আমরা সহজ করতে চাই।’


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন