Daily News BD Online

অবশেষে হারতে হারতে বড় জয় পেল ঢাকা



একে একে ছ’টি ম্যাচ হেরে অবশেষে জয়ের দেখা পেয়েছে ঢাকা ক্যাপিটালস। । সে নিয়ে অবশ্য সমালোচনাও কম হয়নি। দলের এমন বেহাল দশা দেখে নিশ্চয় মন খারাপ ছিল দলের কর্নধার খোদ শাকিব খানেরও। তবে সব দুঃখ যেন উড়ে গেলো এক মুহূর্তেই। রোববার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ইতিহাসের নতুন করে রেকর্ড গড়তে গিয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে ১ উইকেটে ২৫৪ রান সংগ্রহ করে চিত্রনায়ক শাকিব খানের ঢাকা ক্যাপিটালস।

ম্যাচের শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে লিটন দাস আর তানজিদ তামিম মিলে ব্যাট হাতে রেকর্ডের পর রেকর্ড জন্ম দিয়েছেন। দূর্বার রাজশাহীর বোলারদের বেদড়ক পিটিয়ে প্রায় পুরোটা ইনিংস খেলে দেন তারা দুজন। এই দু’জনের জোড়া সেঞ্চুরিতে ওপেনিং জুটিতে ওঠে ২৪১ রান।







একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন