ওপেনার বদল করে একাদশে নতুন ব্যাটার এনেও ঢাকা ক্যাপিটালস পেল না জয়ের দেখা। অল্প রানে শুরুতে তাদের অলআউট করে রংপুর রাইডার্স।
সিলেটে বিপিএলের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। শুরুতে ব্যাট করতে নেমে ১১১ রানে অলআউট হয়ে যায় ঢাকা। পরে ওই রান তাড়ায় নেমে ৪০ বল আগেই জয় পায় রংপুর।
টস হেরে ব্যাট করতে নেমে এদিন ২৮ রানের উদ্বোধনী জুটি পায় ঢাকা ক্যাপিটালস। কিন্তু তাতেও দলটির ভাগ্য বদলায়নি। চতুর্থ ওভারে প্রথম ব্যাটার হিসেবে আউট হন হাবিবুর রহমান সোহান। ১২ বলে ১৪ রান করে আকিফ জাবেদের বলে আউট হন তিনি।
এ ম্যাচে ঢাকার একাদশে নতুন সংযোজন ছিলেন জেসন রয়। ১২ বলে ১ ছক্কা ও ২ চারে ১৮ রান করে তিনিও মাহেদী হাসানের বলে বোল্ড হয়ে যান। এমনিতে ওপেনিং করা তানজিদ হাসান তামিম ও লিটন দাসকে খেলানো হয় তিন ও চার নম্বরে।
কিন্তু তারা তবুও সফল হতে পারেননি। ৩ চার ও ১ ছক্কায় ১৬ বলে ২০ রান করে ইফতেখার আহমেদের বলে বোল্ড হন তানজিদ। টানা অফ ফর্মে থাকা লিটন ১৩ বলে স্রেফ ৯ রান করে নাহিদ রানার বলে ক্যাচ তুলে দেন আজিজুল হাকিম তামিমের হাতে।
ঢাকার রান একশ হওয়ায় মুশকিলই মনে হচ্ছিল মিডল অর্ডারদের ব্যর্থতায়। একাদশে সুযোগ পাওয়া সাব্বির রহমান ৭ বলে ২ ও থিসারা পেরেরা এক বলে করেন শূন্য রান। তবে শেষদিকে মোসাদ্দেক হোসেনের ৯ বলে ১২ ও আলাউদ্দিন বাবুর ১৬ বলে ১৬ রানে ভর করে একশ পার করে তারা। রংপুরের হয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে তিন উইকেট নেন নাহিদ রানা।
এদিকে রান তাড়ায় নামা রংপুরের হয়ে এদিনও সুযোগ পান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম। কিন্তু আগের দুই ম্যাচে শূন্য রান করা এই ওপেনার এদিন ১৪ বলে করেন স্রেফ ৫ রান। ২৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৪ রান করেন অ্যালেক্স হেলস। শেষদিকে ১৩ বলে ২৭ রান করে রংপুরকে সহজ জয় এনে দেন খুশদিল শাহ।